দৌলতপুর গোয়ালগ্রাম বাজার মসজিদের সাদ ঢালাই সম্পুর্ন করলেন মসজিদের সভাপতি কামরুজ্জামান বিশ্বাস।
নিজস্ব প্রতিবেদকঃ-
২৩ অক্টোবর ২০২১ রোজ শনিবার গোয়ালগ্রাম জামে মসজিদ এর সভাপতি কামরুজ্জামান বিশ্বাস এর অক্লান্ত পরিশ্রমে অত্র গোয়ালগ্রাম বাজার জামে মসজিদের সাদ ঢালায়ের কাজ সম্পুর্ন হয়েছে।গোয়ালগ্রাম বাজার জামে মসজিদ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো মসজিদটির কাজ অতিদ্রুত সম্পাদনা হবে, এরই ধারাবাহিকতায় এলাকাবাসীর সহযোগিতা,বুদ্ধি, শ্রম,অর্থ,ও সময়ের সমন্বয়ে মসজিদটির সাদ ঢালায়ের কাজ সম্পুর্ন করলেন মসজিদটির সভাপতি ও দৌলতপুর বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বিশ্বাস।
এদিকে গোয়ালগ্রাম বাজার মসজিদ এলাকাবাসী বলেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো মসজিদটি পুর্নাঙ্গ রুপ ধারণ করবে,যাতে করে এলাকাবাসী আনন্দ ও উৎফুল্লতার সাথে জামাতের সহিত ওয়াক্তিয় নামাজের পাশাপাশি মুসলমানদের সাপ্তাহিক পবিত্র জুমআ”র নামাজ আদায় করে মহান রাব্বুল আলামীনের ইবাদত পালন করবেন।
এদিকে মসজিদের সভাপতি বলেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে এলাকাবাসির সহযোগিতা নিয়ে মসজিদটির ঢালাই কাজ সম্পুর্ন করেছি, আশাকরছি আল্লাহ তায়ালা যদি তাওফিক দান করেন তাহলে অতিদ্রুত মসজিদটির বাকি কাজ সম্পাদনা হবে ইনশাআল্লাহ।